দিনাজপুরের নবাবগঞ্জে নিজ বাড়ীর বিদ্যুৎ লাইন মেরামত করার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে নজরুল ইসলাম(৪৭) নামক এক ব্যক্তির মারা গেছে। তিনি উপজেলার পুটিমারা ইউনিয়নের শের নগর গ্রামের মৃত কায়ছার আলীর পুত্র।
স্থানীয়দের বরাত দিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ইউ,পি সমস্য মোঃ আনোয়ার হোসেন জানান- বুধবার সন্ধায় ঐ গৃহকর্তার বাড়ীতে কেহ না থাকা অবস্থায় তিনি তার বাড়ীর বিদ্যুৎ লাইন সংযোগ মেরামত করছিলেন। এমন সময় তিনি বিদ্যুৎ স্পষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে বাড়ীর লোকজন এসে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় দলারদরগা কেএইচ মেমোরিয়ার হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।