ফরিদপুরের সালথায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদার, উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও সমাধানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনপ্রতিনিধিসহ সবাইকে দায়িত্বশীল আচরন করার কথা বলেন পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন বক্তরা।