ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়ার কুমার নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় বড় খারদিয়া গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া কুমার নদীতে এ নৌকা বাইচ আয়োজন করেন এলাকাবাসী।
উক্ত নৌকা বাইচে ছোট-বড় ৭টি নৌকা অংশগ্রহণ করে। এরমধ্যে তামারহাজীর থেকে আসা নৌকাটি প্রথম হয়।
নৌকা বাইচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, প্রানী সম্পদ অফিসার ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন, সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার, পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী। আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান টুকু ঠাকুর, রফিক মোল্যা, স্থানীয় যুবনেতা ফরিদ হোসেন প্রমূখ।
এসময় অতিথিদের কাছ থেকে নৌকা বাইচে বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেন।