বাংলাদেশের অর্থনৈতিক গতিপ্রবাহে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করে বিধায় এর কার্যকরী ব্যবহার নিশ্চিতকরণ ও প্রবাসী পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন ও সচেতনতার লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সৈয়দা ফারহানা কাউনাইন রয়েছে ব্যতিক্রমী পরিকল্পনা।
সে পরিকল্পনার অংশ হিসেবে আজ ১৫ অক্টোবর ২০২০ নরসিংদী সদর উপজেলা পরিদর্শনকালে তিনি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে স্থাপিত “প্রবাসী কল্যাণ ডেস্ক” এঁর শুভ উদ্বোধন করেন।
প্রবাসীদের আর্থ-সামাজিক উন্নয়ন, প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ ও প্রবাসীদের কল্যাণে সরকার কর্তৃক গৃহীত উদ্যোগের সুফল প্রত্যন্ত পর্যায়ে পৌছে দেয়ার লক্ষ্যে বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলা পর্যায়ে প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপন করা হয়েছে।
ইতোপূর্বে শিবপুর উপজেলাতেও এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে প্রবাসী অধ্যুষিত ইউনিয়নসমূহে তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।