বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
শনিবার দুপুরে সাটুরিয়া উপজেলার নাহার গার্ডেনের অফিস কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি মুহাম্মদ শরিফ ফেরদৌসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনু মোহাম্মদ শামীম আজাদ। জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হওলাদার, কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সম্পাদক আজগর হায়াত লিমন, কেন্দ্রীয় কমিটির সহ সাধারন-সম্পাদক খন্দকার জুলফিকার জনি, মাহমুদুল বারী, কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক-সম্পাদক আক্রামুজ্জামান টুকন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) মোঃ আওলাদ হোসেন, যুগ্ন- সাঃ সম্পাদক আসিফুর রহমান খান রামিল, দেবেন্দ্র কলেজ শাখার ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জিন্নাহ খানসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দলের দু:সময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।