বিআইডব্লিউটিসি ওয়াকার্স ইউনিয়নের সভাপতি মোঃ মহসীন ভুইয়াকে জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি নির্বাচিত করায় মানিকগঞ্জের শিবালয় শাখা বিআইডব্লিউটিসি ওয়াকার্স ইউনিয়ন আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। আজ সোমবার বিকালে পাটুরিয়া পাঁচ নম্বর ঘাট এলাকা থেকে আনন্দ মিছিলটি বের হয়ে ঘাটে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি পাটুরিয়া ঘাটের আঞ্চলিক ইউনিয়ন অফিসের সামনে শেষ হয়।
আনন্দ মিছিলে আরিচা আঞ্চলিক কমিটির সভাপতি মো. ফয়েজউুল্লাহ নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রবিউল হাসান তাহেরী, আরিচা আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক মাজাহারুল ইসলাম,সহ-সম্পাদক রফিকুল ইসলাম, ইজ্জত আলীসহ বিআইডব্লিউটিসি ওয়াকার্স ইউনিয়ন পাটুরিয়া ঘাটের শতাধিক নেতা-কমর্ী।
এসময় বক্তরা মহসীন ভুইয়াকে সহ-সভাপতি মনোনিত করায় প্রধানমন্ত্রী শেখহাসিনাকে ধন্যাবদ জ্ঞাপন করেন।#