দিনাজপুরের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত মহিলাসহ ৬জন আসামীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী থানা পুলিশ।
পুলিশের হাতে আটক বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীরা হলেন, উপজেলার পুখুরী কাচারী পাড়া গ্রামের মৃত নরেন চন্দ্র রায়ের ছেলে শুনিল চন্দ্র রায় (৪৫), পৌর এলাকার পুর্ব গৌরীপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে সোহেল রানা (৩২),খালাশীপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে ইয়াকুব আলী (২৪), দক্ষিন কৃষ্ণপুর গ্রামের ওসমান আকন্দর ছেলে মঞ্জুরুল আকন্দ (৪৫), একই গ্রামের মঞ্জুরুল আকন্দর ছেলে আকতারুজ্জামান (২০), ও মঞ্জুরুল আকন্দর স্ত্রী আজরীনা বেগম (৪০)। ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন ধৃত আসামীরা মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী,বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।