মানিকগঞ্জের ঘিওর উপজেলার দু’টি গুদাম থেকে ১ হাজার ৪৪৭ বস্তা বিভিন্ন প্রকার সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে একজনকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আইরিন আক্তার বুধবার ( ১৮ নভেম্বর) রাত ১০ টার দিকে ঘিওর বাজারের দু’টি গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন।
ইউএনও আইরিন আক্তার জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে তিনি এসব গুদামে অভিযান চালিয়েছেন। ঘিওর বাজারের মেসার্স হুমায়ুন টেডার্সের গুদাম থেকে ১২৪৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ডিএপি ৩৪৭ বস্তা, টিএসপি ৩৯৩ ও ইউরিয়া ৪৬০ বস্তা। এ ছাড়া মেসার্স রেজাউল ট্রেডার্সের গুদাম থেকে ২০০ বস্তা জব্দ করা হয়। এরমধ্যে ডিএপি ৬৬ বস্তা, টিএসপি, ৬০ বস্তা ও ইউরিয়া ৭৪ বস্তা। ওই গুদাম দুটি সিলগালা করে দেওয়া হয়েছে।
ইউএনও আরোও জানান, এ ঘটনায় প্রথমে ভ্রাম্যমাণ আদালতে বিচার কার্যক্রম প্রস্তুতি নিলেও পরে তা নিয়মিত মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা কৃষি বিভাগকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এ ব্যাপারে ঘিওর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন বলেন, জব্দ করা এসব সার ক্রয়ের বৈধ কোনো কাগজাপত্র গুদাম দুটির মালিকেরা দেখাতে পারেননি। এ ঘটনায় হুমায়ুন কবির নামের একজনকে আটক করা হয়েছে। তিনজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।