ফরিদপুরের সালথায় ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়ানিক সার বিতরণ করা হয়েছে। “মুজিব বর্ষে অঙ্গীকার কৃষি হবে দূর্বার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা কৃষি অধিদপ্তর এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে এই সার ও বীজ বিতরণ করা হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ জীবাংশু দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ জীবাংশু দাস জানান চলতি অর্থ বছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসনের আওতায় ৫ হাজার জন ও প্রনোদনা কর্মসূচির আওতায় ২৩৪০ জন মোট ৭৩৪০ জনের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে। এর ফলে কৃষকেরা প্রাকৃতিক দূর্যোগের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো।