সালথায় ইউসুফদিয়া ৪ দলীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খেলাধুলায় মনোনিবেশ মাদকমুক্ত পরিবেশ এই শ্লোগানকে সামনে রেখে, ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়ার হাসপাতাল মাঠে রিসডা বাংলাদেশ এর সহযোগিতায় ইউসুফদিয়া সততা কল্যান সমিতির আয়োজনে ইউসুফদিয়া ৪ দলীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর বিকাল ৩টায় এ খেলার উদ্বোধন করা হয়। এ ফাইনাল খেলার উদ্বোধন করেন ৪ দলীয় এই খেলার সভাপতি তরুন নেতা,বিশিষ্টসমাজ সেবক মোঃ এনায়েত হোসেন, এ সময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে এই খেলা উপভোগ করেন, সালথা উপজেলা ভাইস-চেয়ারম্যান আছাদুজ্জামান আছাদ, অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলা কমিটির সাধারন সম্পাদক নুর মোহাম্মদ তোতা, ফারুকুজ্জামান (জামাল), মনিরুজ্জামান মনির, সাজ্জাত হোসেন, মিজান হোসেন, খাইরুল মাতুব্বর, হুমায়ুন মাতুব্বর, ফারুক মাতুব্বর প্রমূখ।

ফাইনাল এই খেলায় বোয়ালমারী ফুটবল একাদশ ও মকসুদপুর ফুটবল একাদশ অংশ গ্রহন করে। এ খেলায় পুরো ৯০ মিনিটে সমান সমান গোল হওয়ায়। ট্রাইবেকারের মাধ্যমে ৪/৩ গোলে বোয়ালমারী একাদশ কে হারিয়ে মকসুদপুর ফুটবল একাদশ বিজয় লাভ করেন। পরে উপস্থিত প্রধান অথিতি ও অন্যন্য অথিতি বৃন্দ বিজয়ীদের হাতে বিজয় ট্রফি তুলে দেন। এসময় বিজয়ীদের হাতে পূর্ব ঘোষিত ২০ হাজার টাকা চেক এবং বিজিতদের হাতে ১০হাজার টাকা চেক তুলে দেওয়া হয়।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225