তথ্য প্রযুক্তির সদ্বব্যবহার ও আসক্তি রোধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় সপ্তাহব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্তরে এই মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞানও প্রযুক্তি যাদু ঘরের তত্বাবধায়নে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উক্ত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা খাদ্য কর্মকর্তা মো: ইসমাইল হোসেন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী উপজেলা প্রমূখ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, প্রযুক্তিতে দেশ এগিয়ে যাচ্ছে তার সাথে প্রযুক্তির সদ্ব ব্যবহার নিশ্চিত করা প্রত্যেকের প্রয়োজন। প্রযুক্তি ব্যবহার করে শিক্ষনীয় দিকটা গ্রহন করতে হবে।