ঘিওরে স্বাস্থ্য সহকারী‌দের কর্মবির‌তি

মানিকগঞ্জের ঘিওরে বেতন বৈষম্য নি‌রস‌নে অ‌নি‌র্দিষ্ট কা‌লের জন্য কর্মবির‌তি শুরু ক‌রে‌ছে স্বাস্থ্য সহকারীরা। আজ শনিবার ২৮ শে ন‌ভেম্বর সকাল হতে ঘিওর উপ‌জেলা স্বাস্থ্য ক‌ম‌প্লে‌ক্সে  এ কর্ম‌বির‌তি শুরু হয়।

বাংলা‌দেশ হেল্থ এ্যা‌সিস্ট্যান্ট এ‌সো‌সি‌য়েশন, ঘিওর উপ‌জেলা শাখার আ‌য়োজ‌নে বাংলা‌দেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এ‌সো‌সি‌য়েশন, বাংলা‌দেশ স্বাস্থ্য বিভাগীয় প‌রিদর্শক স‌মি‌তি, বাংলা‌দেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসো‌সি‌য়েশন ও বাংলা‌দেশ হেল্থ ইন্স‌পেক্টর এ‌সো‌সি‌য়েশন যৌথ ভা‌বে এ কর্ম‌বির‌তি শুরু ক‌রে।

কর্ম‌বির‌তি‌তে অংশ নেয়া স্বাস্থ্য সহকারীরা জানান, দীর্ঘ‌দিন যাবৎ বেতন বৈষ‌ম্যের স্বীকার হ‌য়ে মান‌বেতর জীবনযাপন কর‌ছেন তারা। তারা ১৯৯৮ সা‌লে  তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ঘোষনা, ২০১৮ সা‌লে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষনা ও ২০ শে ফেব্রুয়ারী ২০২০ সা‌লে স্বাস্থ্যমন্ত্রীর লি‌খিত প্র‌তিশ্রু‌তি অনুযায়ী স্বাস্থ্য প‌রিদর্শক ১১তম, সহকারী স্বাস্থ্য প‌রিদর্শক ১২তম, স্বাস্থ্য সহকারী‌দের ১৩তম গ্রেড প্রদান ক‌রে নি‌য়োগ বি‌ধি সং‌শোধনসহ বেতন বৈষম্য নিরস‌নের জোর দা‌বি জানান।

তা‌দের এ যৌ‌ক্তিক দা‌বি অ‌বিল‌ম্বে বাস্তবায়ন ক‌রে জনসাধার‌ণের স্বাস্থ্য‌সেবা নি‌শ্চিত কর‌তে সরকারের প্র‌তি অনু‌রোধ ক‌রেন বেতন বৈষ‌ম্যে স্বীকার স্বাস্থ্য সহকারীরা।।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225