ঘিওরে বাসচাপায় পথচারী নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওরে বাস চাপায় সাঈদ (১৬) নামে এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ বানিয়াজুরি ইউনিয়নের শোলধারা গ্রামের কুরমান আলীর ছেলে। তিনি পুখুরিয়া বাস স্ট্যান্ড একটি গ্রীল ওয়ার্কসপে কাজ করতো।

ঘিওর থানার সহকারি পুলিশ পরির্দকশ মোঃ আজাহার মিয়া জানান, রাস্তা পাড় হওয়ার সময় পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো- গ- ১১-৯২০৩) একটি বাস সাঈদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225