মানিকগঞ্জের দৌলতপুরে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ মোট ৭ জন নিহত হয়েছে। আজ শুক্রবার (০৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ও উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা বৈশাখী টেলিভিশনকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অটোরিকশার নিহত ৬ যাত্রী একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের চাষাবাদড়া বাদ্যকর এলাকায়। নিহত অন্যজন অটোরিকশার চালক।
নিহতরা হলেন- হরেকৃষ্ণ বাদ্যকার (৬০), খুশি বাদ্যকার (৫০), গোবিন্দ বাদ্যকার (৩০), ববিতা বাদ্যকার (২৬), রাধে বাদ্যকার (৫), রামপ্রসাদ বাদ্যকার (৩০) এবং অটোরিকশার চালক জামাল শেখ (৩২)।
দৌলতপুর থানার ওসি রেজাউল জানান, মরদেহ দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।