মানিকগঞ্জ ঘিওর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে ঘিওর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ঘিওর প্রেসক্লাবের উদ্যোগে ও প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল,ঘিওর প্রেসক্লাবের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, যুগ্ন- সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মোঃ শফি আলম, প্রচার সম্পাদক এম আজাদ হোসেনসহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
(ওসি)বলেন,পুলিশ জনগণের বন্ধু। আর জনগণের বন্ধু হিসেবে আমি কাজ করতে চাই। এতে ক্ষেত্রে চাই সকলের সহযোগিতা। বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সমাজ উন্নয়নে সাংবাদিকদের লেখনির ভুমিকা প্রশংসনীয়। সমাজের নানা ন্যায় অন্যায় সুখ-দুঃখের চিত্র তারা লেখনির মাধ্যমে তুলে ধরেন। সচেতন করেন দেশ ও জাতিকে।