কুষ্টিয়া শহরের ব্যস্ততম পাঁচ রাস্তার মোড়ে শুক্রবার গভীর রাতে নির্মাণাধীন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও বিকৃত করার প্রতিবাদে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
বিক্ষোভে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধা সংসদ ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি দৌলতপুর থানা বাজারে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রতিবাদ সভায় ঘৃণ্য এই কর্মকান্ডের নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তি দাবী করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, সর্দার তোহিদুল ইসলাম, টিপু নেওয়াজ, অধ্যক্ষ ছাদিকুজ্জামান, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল, আবু ইউসুপ লালু, সংস্কৃতিকর্মী মোতাচ্ছিম বিল্লাহ প্রমুখ।