ঈশ্বরদীর ৩ যুবকের লাশ নাটোরের লালপুর থেকে উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। রবিবার (৬ ডিসেম্বর) সকালে লালপুরের দুয়ারিয়া-কাশিমপুর সড়ক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা গ্রামের টিপু মোল্লার ছেলে জিয়ান (১৯), পার্শ্ববর্তী রাজাপুর গ্রামের ফয়সাল (২০) ও সজিব (১৯)। তারা তিনজনেই এবারের এইচএসসি পরিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, রাতে কোন এক সময়ে দুয়ারিয়া-কাশিমপুর সড়কে ফাঁকা এলাকায় মোটরসাইকেলের সাথে গাছের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক মারা যেতে পারে। সকালে রাস্তার পাশে লাশসহ মোটরসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে লালপুর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে পুলিশ।
তবে ফাঁকা জায়গায় এভাবে তিন যুবকের মৃত্যুর ঘটনাকে অনেকেই রহস্যজনক বলে জানিয়েছেন।
লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রথমে অজ্ঞাত হিসাবে থাকলেও পরে তিন যুবকের নাম পাওয়া যায়। লাশগুলো মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।।