দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযগ্য মর্যাদায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন করা হয়েছে।উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আলোচনা সভা ও জয়িতাদের সন্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১১টায় উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুষ,প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভূইয়া,হিসাব রক্ষণ কর্মকর্তা ফাতেমা জোহরা,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল প্রমুখ। সভা শেষে ৪জন জয়িতার হাতে সন্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।