সালথায় বেগম রো‌কেয়া দিবসে আ‌লোচনা সভা ও সম্মাননা প্রদান

ফ‌রিদপু‌রের সালথায়  আন্তর্জা‌তিক নারী নির্যাতন প্রতি‌রোধ পক্ষ  বেগম রো‌কেয়া দিবস উপল‌ক্ষে জ‌য়িতা অ‌ন্বেষ‌নে বাংলা‌দেশ শির্ষক কার্যক্রম বাস্তবায়‌নে আ‌লোচনা সভা ও জ‌য়িতা‌দের সম্মাননা প্রদান করা হয়। “কমলা র‌ঙের বি‌শ্বে নারী বাধার পথ দে‌বেই পা‌ড়ি” এই শ্লোগান কে সাম‌নে রে‌খে উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্তর সালথা ফ‌রিদপুর এর আ‌য়োজ‌নে বুধবার সকাল ১১ টায় উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এই আ‌লোচনা সভা ও সম্মননা প্রদান করা হয়।

 

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সহকা‌রি ক‌মিশনার ভূ‌মি মারুফা সুলতানা খান, উপ‌জেলা ম‌হিলা ভাইস‌ চেয়ারম‌্যান রুপা বেগম, উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা জীবাংশু দাস, উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌মপ্লেক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডাঃ চঞ্চল মিয়া, সালথা সরকা‌রি ক‌লে‌জের অধ‌্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণ, উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা ফের‌দৌস আরা ড‌লি, উপ‌জেলা খাদ‌্য কর্মকর্তা ইসমাইল হো‌সেন, উপ‌জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, উপ‌জেলা পশু সম্পদ কর্মকর্তা শাখায়াত হো‌সেন, জনস্বাস্থ‌্য প্রক‌ৌশলী  আল আ‌মিন হো‌সেন, উপ‌জেলা ফ‌্যাকাল‌ি‌টি‌টি কর্মকর্তা রিফাদ রিয়াজ, উপ‌জেলা তথ‌্য আপা তাস‌লিমা খানম, উপ‌জেলা মাধ‌্যমিক ‌শিক্ষা অ‌ফি‌সের মাঠ সুপারভাইজার স্বপ্না বৈদ‌্য প্রমূখ। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন, উপ‌জেলা প্রশাস‌নের অ‌ফিস সহকা‌রি র‌ফিকুল ইসলাম,

 

আ‌লোচনা সভা শে‌ষে, পাঁচ ক‌্যাটাগ‌রী‌তে সাফল‌্য অর্জন কারী জয়িতা‌ অর্থ‌নৈ‌তিকভা‌বে সাফল‌্য অর্জনকারী রে‌বেকা সুলতানা, ‌শিক্ষা ও চাকু‌রি ক্ষে‌ত্রে লাকী আক্তার, সফল জননী ম‌রিয়ম বেগম, নির্যাতনের বি‌ভি‌ষিকা মু‌ছে ফে‌লে নতুন উদ্দ‌মে জীবন শুরু ক‌রায় র‌হিমা বেগম, সমাজ উন্নয়‌নে অসাধারণ অবদান রাখায় আ‌লেয়া বেগম কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225