শিবালয়ে সফল জননীর সম্মাননা পেলেন সাংবাদিক কল্যান সাহার শ্বাশুড়ী, সুধা রানী সাহা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সফল জননী হিসাবে সম্মাননা পেলেন চ্যানেল আইয়ের যুগ্ন বার্তা সম্পাদক সাংবাদিক কল্যাণ সাহার শ্বাশুড়ী সুধা রানী সাহা। আজ দুপুরে উপজেলা হল রুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের শিবালয় এ আযোজনে করেন। নারীর বিভিন্ন ক্ষেত্রে  অবদানের জন্য পাঁচ ক্যাটাগরিতে পাঁচ নারী সম্মাননা জানানো হয়। অর্থনৈতিক সাফল্য অর্জনকারী হিসাবে রাহেলা পারভীন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে শিউলী আক্তার, নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্দোমে জীবন শুরু ক্ষেত্রে রত্না ইসলাম,  সমাজ উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিবালয় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ   সম্মাননা পান।

 

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বিএম রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ইকবাল,কৃষি কর্মকর্তা রিয়াজুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) ফারাশিদ বিন এনাম,সমাজ সেবা কর্মকর্তা মো.পলাশ হুসাইন, পরিকল্পনা ও বাস্থবায়ন (পিআইও) অফিসার সুদেব রায়, মহিলা বিষয়ক কর্মকতার্ রেশমা আক্তারসহ  বিভিন্ন শ্রেনী পেশার লোকজন  উপস্থিত ছিলেন।

সফল জননী সুধা রানী সাহা জানান, আমি এ সম্মাননা পেয়ে খুবই আনন্দিত। আমার সব সন্তানদে কে শিক্ষিত ও মানুষের মত গড়ে তুলার চেষ্টা করেছি মাত্র। আমার এক ছেলে জাতীয় রাজস্ব বোর্ডের কর-কমিশনার, এক জন কানাডা প্রবাসী, এক মেয়ে সরকারি কলেজের প্রভাষক,একজন ঢাকা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা। আর বাকি দুই ছেলে ব্যবসায়িক ভাবে স্বস্ব জায়গায় প্রতিষ্ঠিত। এজন্য আমি সমাজের সকল নারীদের আহব্বান জানাবো নারী বলে ঘরে বসে থাকবেন না। যার যা মেধা আছে তা কাজে লাগিয়ে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যান।

 

ইউএনও রুহুল আমীন বলেন, এখন নারীরা সমাজে সব দিকে এগিয়ে যাচ্ছে। দেশের শিক্ষা, অর্থনীতি, রাজনীতি সকল ক্ষেত্রে নারীদের অগ্রনী ভুমিকা রয়েছে। আমার সহধমিণী একটা উপজেলায়  ইউএনও হিসাবে কর্মরত আছেন। দেশের  বর্তমান সফল প্রধানমন্ত্রী একজন নারী। আমি আশা করবো সকল নারীরা এগিয়ে যান আমরা উপজেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছি।#

 

 

 

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225