রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে বিএনপি শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক নেতা গোলাম ফারুক মজনু বিরামপুর পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর বিচারের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মিজান শাহ্ দরবারে ৫৩ তম মাহফিল অনুষ্ঠিত। অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান আবহাওয়ার বৈরীতায় উত্তাল সাগর, ঝড়ের আশঙ্কা জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিবালয় থানার ওসি ফিরোজ কবির

মারুফ হোসেন / ২৩৬ শেয়ার
প্রকাশিত : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

মানিকগঞ্জের সাত থানার মধ্য শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ ফিরোজ কবির। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যলয়ে এ সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম। আইন- শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক কর্মকান্ডসহ সার্বিক বিষয়ে বিগত দিনে অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।ছয়টি ক্যাটাগরির মধ্যে জেলার শ্রেষ্ঠ মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে শিবালয় থানার তদন্ত ওসি আশিষ কুমার সান্যাল, শ্রেষ্ঠ মাদক উদ্ধারের জন্য এসআই সানোয়ার হোসেন, গ্রেফতারী পরোয়ানা তামিলকারী হিসাবে এএসআই মোশারোফ হোসেনকে এ সম্মাননা দেওয়া হয়। বাকি দুইটি পুরস্কার পান অন্য থানার পুলিশ কর্মকর্তারা পান।

 

ওসি, ফিরোজ কবির জানান, সব সময় কাজের স্বীকৃতি পেতে ভাল লাগে।  এ পুরস্কার আমার ভবিষ্যতে ভাল কাজ করতে উদ্বুদ্ধ করবে। বিজয়ের মাসে আমার এ সম্মাননা শিবালয় থানা বাসিকে উৎসর্গ করলাম। আর আমার পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে উৎসাহিত করার জন্য।

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, আমার জেলায় কর্মরত্ব পুলিশ সদস্যদের ভাল কাজে উদ্বুদ্ধ করার জন্য এ সম্মাননার ব্যবস্থা করা হয়েছে। যাতে করে সবার মাঝে কাজ করার আগ্রহ বাড়ে। ভাল কাজের প্রতিযোগিতা থাকে তাদের ভিতরে। এজন্য আমার এ চেষ্টা। আগামী দিনে আমার জেলার পুলিশ সদস্যরা আরো ভাল কাজ করবে এমনটাই প্রত্যাশা করেন পুলিশের এই উর্দ্ধতন কর্মকর্তা #

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com