ফরিদপুরের সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সালথা প্রেসক্লাবের আয়োজনে (২১শে ডিসেম্বর) সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লার সভাপতিত্বে উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ওয়াদুদ মাতুব্বর, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাবের পৃষ্ঠপোষক মোহাম্মদ হাসিব সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচন কমিশনার সালথা প্রেসক্লাব জনাব আবুল খায়ের, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আলী জিন্নাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহানসহ সালথা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। সাধারণ সভাটি পরিচালনা করেন সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নরুল ইসলাম নাহিদ।
সভায় প্রেসক্লাবের কমিটির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়ায়। আগামী কমিটি গঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সভায় নির্বাচনের সিদ্ধান্ত গৃহিত হয়। এবং উপস্থিত অতিথি বৃন্দ বস্তুনিষ্ঠা সংবাদ পরিবেশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।