ঈশ্বরদীতে হৃতদরিদ্রদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শনিবার বিকেলে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের মাড়মীতে শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম পাঠাগারের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়। পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান মনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে হৃতদরিদ্রদের মাঝে কম্বল তুলে দেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার।
এসময় শিক্ষক আমজাদ হোসেন, সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী, হুমায়ন কবির খান পলাশ, আজম খান, স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বাকিসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা পাঠাগারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে সমাজের বিত্তবানদের এসকল কর্মকান্ডে এগিয়ে আসার আহবান জানান।