আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
বৃহস্পতিবার সকাল ১১ টায় আমতলী উপজেলার গাজীপুর বন্দরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সোহরাফ মৃধা (৫৫) নামের এক ব্যাক্তি সর্বস্ব হারিয়েছে। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে ।
স্থানীয় সুত্র জানায়, গাজীপুর বন্দরের সোহরাফ মৃধা বৃহসúতিবার সাপ্তাহিক হাটে কাঁচা বাজার কিনতে যান। সকাল ১১ টার দিকে ঐ হাটে এক লোক তাকে মিষ্টি খেতে দেয়। ওই মিষ্টি খাওয়ার সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে। এর ফাঁকে তার সবকিছু লুটে নিয়ে যায় অজ্ঞান পার্টির লোক। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পাঁচ ঘন্টা পরেও বিকাল চারটা পর্যন্ত সোহরাফ মৃধার জ্ঞান ফিরেনি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হিমাদ্রি রায় বলেন, তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। আমতলী থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।