নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাড়ীচিনিস এলাকায় ঘুড়ি উড়ানোর সময় নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে আসাদুল ইসলাম (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত শিশু আসাদুল উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলী নুরের ভাড়াটিয়া ইকবাল হোসেনের ছেলে। তাদের পৈতৃক বাড়ি সিরাজগঞ্জ জেলার একড়ালা সুইসগেট এলাকায়।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ীচিনিস এলাকার সওকতের নির্মাণাধীন চারতলা ভবনের ছাদের ওপর ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।