তামিল সিনেমায় বাংলাদেশী ৩ অভিনেত্রী

তামিল মুভিতে নাম লিখিয়েছেন তিন বাংলাদেশি অভিনেত্রী। তারা হলেন, মিষ্টি জান্নাত, মেঘলা মুক্তা ও শান্তা পাল।

মিষ্টি জান্নাত। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা। তামিল সিনেমা ‘রংবাজ খিলারী’র শুটিং করছেন তিনি। সত্যপ্রকাশ পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন তামিল নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জি। সিনেমাটি তামিল ও ভোজপুরি ভাষায় মুক্তি পাবে।

মেঘলা মুক্তা। বাংলাদেশের একজন উঠতি মডেল ও অভিনেত্রী। তিনি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত হয়ে উঠেছেন। ২০১৯ সালে মেঘলা মুক্তা অভিনীত প্রথম তামিল সিনেমা ‘সাকালাকালা ভাল্লাবুড়ু’ প্রায় ১৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। জুটি বেঁধেছিলেন তানিস্ক রেড্ডির সঙ্গে। গত বছরের শেষে তিনি দ্বিতীয় তামিল সিনেমা ‘ইয়েরা চেরা’র শুটিং শুরু করেন। করোনার কারণে এই সিনেমার মুক্তি পিছিয়ে গেছে।

শান্তা পাল। দেশের একজন পরিচিত মডেল ও অভিনেত্রী তিনি। করোনা মহামারির আগেই তেলেগু সিনেমায় নাম লেখান। অডিশন, লুক টেস্ট দিয়ে মার্চ মাসের দিকে ভারত থেকে দেশে ফেরেন তিনি। এরপরই শুরু হয় লকডাউন। এ কারণে ৩৫ দিনের শুটিং শিডিউল দিয়েও কাজে যোগ দিতে পারেননি শান্তা। তেলেগু ভাষার এই সিনেমার নাম ‘ইয়ে রা লা ভা’। সিনেমাটি পরিচালনা করছেন বিশ্বনাথ রাও।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225