মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল নামাজ গ্রাম মাঠের মধ্যে আম বাগানের ভিতরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা ৷
উদ্ধার হওয়া যুবক শার্শা থানার কামাড়বাড়ী মোড়ে স্বরূপদা গ্রামের মৃত রোনকের ছেলে মোঃ খোকন ( ৪২) ৷ মৃত খোকন বেনাপোল গাজিপুর গ্রামের পশ্চিম পাড়ায় স্ত্রী নিয়ে বর্তমানে বসবাস করতো।
বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার ১৯ ফেব্রুয়ারি বিকাল ৫টার সময় বেনাপোল নামাজ গ্রাম এর গ্রামবাসীর মাধ্যমে জানতে পারি যে, মাঠের ভিতরে অবস্থিত আমবাগানের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃত দেহ ঝুলে আছে।এমন খবরের ভিক্তিতে বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পাই গাছের ডালে যুবকের মৃত দেহ ঝুলে রয়েছে। মৃতদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে৷