মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
বেনাপোল বড়আঁচড়া গ্রামে ৩ তলা থেকে মাক্স পারার সময় বিদ্যুৎ স্পৃষ্টে রফিকুল ইসলাম(৪০)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বড়আঁচড়া সুফিয়া মনজিল নামে ৩ তলা বাড়িতে এ ঘটনা ঘটে। সে ঐ বাড়ির ভাড়াটিয়া ।মৃত্যু রফিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
বেনাপোল পৌর সভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল জব্বার জানান রফিকুল ইসলাম ৫ /৬ বছর ধরে সুফিয়া মনজিল নামে বাড়িতে ভাড়া থাকেন।আজ দুপুরে ৩ তলা ঝুল বারান্দা থেকে মাক্স পারার সময় বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।
এদিকে অনেকেই অভিযোগ করে জানিয়েছেন বেনাপোল পৌর সভা এলাকায় বাড়ি তৈরি করার সময় পল্লী বিদ্যুৎ এর মেইন তার ঘেঁষে বাড়ি করার কারনে এ ধরনের দুর্ঘটনা প্রায় ঘটছে।