মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০২:২২ অপরাহ্ন

ঝালকাঠিতে মাদক মামলার পলাতক আসামি মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন ডেস্ক / ২৫২ শেয়ার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

সৈয়দ রুবেল ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে ফেনসিডিল বিক্রির দায়ে জামাল হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে অর্থ দন্ড সহ যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

১০/০৩/২০২১ইং তারিখ বুধবার দুপুরে ঝালকাঠির জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক এস, কে, এম, তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন ।

আসামি পলাতক থাকায় রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন না।

দন্ডপ্রাপ্ত জামাল হোসেন শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার মিনহাজ হাওলাদারের ছেলে। রাষ্ট্রপক্ষে আইনজীবী অতিরিক্ত পিপি আসম মোস্তাফিজুর রহমান মনু মামলার বিবরণে জানান, ০৮/০২/২০১২ইং তারিখ রাতে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসা থেকে মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে আটক করে বরিশাল র‌্যাব-৮ এর একটি টিম ।

এ ঘটনায় ০৯/০২/২০১২ইং তারিখ ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাব-৮ এর ডি এডি নায়েব আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ঝালকাঠি থানার এসআই আবদুল বারেক তদন্ত শেষে ২৯/০২/২০১২ইং তারিখ আদালতে প্রতিবেন দাখিল করেন।

উক্ত মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আসম মোস্তাফিজুর রহমান মনু এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আবদুল আলিম।

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com