মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
যশোরের শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা বৃহস্পতিবার সকালে ৫০ বোতল ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামি শাহানারা খাতুন (৩৫)নামে এক নারী কে আটক করেছে।সে শার্শা থানার লাউতাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।এর আগেও ৬ বার মাদকদ্রব্য সহ পুলিশের হাতে আটক হয়েছিল।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মহিলা মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল নিয়ে রাড়িপুকুর রাস্তা হয়ে যশোরের দিকে যাচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ তাকে হাতেনাতে আটক করা হয়।তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে মাদক আইনে মামলা দেওয়া হবে।