, , , ,

বানারীপাড়ায় স্ত্রীর সহযোগীতায় ধর্ষন করার ঘটনায় আটক ১

মোঘল সুমন শাফকাত, বানারীপাড়াঃ
বরিশালের বানারীপাড়া বাইশারী ইউনিয়নে স্ত্রী’র সহযোগিতায় বিধবাকে ধর্ষণ মামলায় মৃত আকবর মল্লিকের ছেলে মজিবর মল্লিক (৪৫) কে আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ। ১০ মার্চ বুধবার রাত সাড়ে ৯ টায় বানারীপাড়া থানায় ওই বিধবা নারী বাদী হয়ে মজিবর মল্লিক ও ধর্ষণ সহায়তায় তার স্ত্রী জুলেখা বেগমকে আসামি করে নারী ও শিশু আইনের ২/২১ ধারায় মামলা দায়ের করেন। মামলার এজাহার ও সরেজমিনে জানা গেছে, বিধবা ওই নারীর স্বামী ২ বছর পূর্বে পরলোক গমন করেন, বিধবার ৮ বছরের একটি শিশুপুত্র রয়েছে, স্বামীর মৃত্যুর পরে শিশু পুত্রকে নিয়ে অসহায় জীবন যাপন করছেন। বাইশারী বাজারে স্বামীর রেখে যাওয়া একটি দোকান ঘরের ভাড়ার টাকায় তাদের সংসার চলে। ৫ মাস পূর্বে পার্শ্ববর্তী দোকানী মজিবর মল্লিকের স্ত্রী জুলেখা বেগম বিধবার সাথে সু-সম্পর্ক থাকায় বিধবা ওই নারীকে বাসায় ডেকে নিয়ে যায় এবং স্বামীকে দোকান থেকে ডেকে ঘরে যেতে বলে মজিবর মল্লিক ওই সময় বিধবা কে ঘরে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই নারী ভয় ও লজ্জায় কাউকে বিষয়টি না জানালে পরে ওই লম্পট বিভিন্ন সময়ে তাকে আরও একাধিক বার ধর্ষণ করে। এতে সে অন্তসত্ত্বা হয়ে পড়লে স্ত্রী জুলেখা বেগম বাচ্চা নষ্টের ঔষধ কিনে দেয় ঐ বিধবা নারীকে । গত ৮ দিন পূর্বে ওই ঔষধ সেবণের পর থেকে তার অনবরত রক্তক্ষরণ হলে তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়। গত দু’দিন ধরে ওই নারী সেখানে চিকিৎসাধীন থেকে একটু সুস্থ হয়ে মঙ্গলবার রাতে থানায় এসে বাদী হয়ে মামলা করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার তদন্ত ওসি জাফর আহাম্মেদ জানান অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225