, , , ,

দিনাজপুর জেলা যুবলীগের আয়োজনে নানান কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মদিনে ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ-দিনাজপুর জেলা শাখার আয়োজনে নানান কর্মসূচীর মধ্যে জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, কেক কাটা ও নির্ধারিত কবিতা আবৃত্তি ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ, ২০২১ বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মদিনে ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ এর নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, মোঃ বজলুল হক ও মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সকাল ৯টায় দিনাজপুর জেলা যুবলীগের আয়োজনে দিনাজপুর রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক এর সার্বিক সহযোগিতায় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে রক্ত দেন জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ সহ অন্যরা।

ঐদিন (১৭ মার্চ, ২০২১) বিকেল সাড়ে ৩টায় উদীচী শিল্পী গোষ্ঠী কার্যালয়ে দিনাজপুর জেলা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত নির্ধারিত কবিতা আবৃত্তি ও ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার রহমান এমিল, উদীচী শিল্পীগোষ্ঠী-জেলা সংসদের সাধারণ সম্পাদক সত্য ঘোষ, জেলা যুবলীগের নেতা প্রভাষক মোঃ মাসুদ হোসেন, এম এস কে জামান (পাভেল), মামুন, রনি, রকি ও রাকেশ সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ এবং প্রতিযোগীদের অভিভাবকবৃন্দ।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225