মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ
দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন গ্রামের হতদরিদ্র ভ্যান চালক খনিজ চন্দ্র রায়ের পুত্র রাঙ্গামাটি মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত নিক্কন রায় এর পরিবারের সাথে কুশল বিনিময় এবং নিক্কনকে মিষ্টিমুখ করান দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি মানবিক যুবনেতা রাশেদ পারভেজ।
১২ এপ্রিল, ২০২১ রোববার সকাল ১০টায় দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন গ্রামের বাসায় গিয়ে রাঙ্গামাটি মেডিকেলে চান্স প্রাপ্ত নিক্কনের পরিবারের সাথে কুশল বিনিময় করার পর নিক্কনের শিক্ষা বিষয়ক যাবতীয় সহযোগিতা করার দায়িত্ব নেন দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি মানবিক যুবনেতা রাশেদ পারভেজ।
উল্লেখ্য যে, নিক্কন রায়ের বাবা খনিজ চন্দ্র রায় ও রত্নগর্ভা মা মমতা রানী রায় এর ২য় সন্তান নিক্কন সদরের সুন্দরবন ইউনিয়নের আত্রাই স্কুল থেকে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। এবং ২০২০ এইচএসসি দিনাজপুর সরকারী কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।