, , , ,

দেশ বিদেশের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, বীরমুক্তিযোন্ধো মমতাজ উদ্দীন

নরসিংদী থেকে রাজ উদ্দীনঃ

দেশ বিদেশ সহ বিশ্বরের সকল মুসলিম উম্মার প্রতি
মুসলিম জাতির আনন্দময় দিন আগত পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মমতাজ উদ্দীন।

সিয়াম সাধনার মাস রমজান শেষে সকল মুসলিম উম্মার জন্য অপেক্ষা করছে বছরের শ্রেষ্টতম আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর,।

দীর্ঘএগার টি মাস মানুষ নিজের ইচ্চেমত ভোগ পান করার পর একটি মাস রমজানকে পাটিয়েছে সকল মুসলিম উম্মার নাজাতের জন্য,। দীর্ঘ এগারটি মাস শেষে একটি ধৈর্যের মাস রমজানকে দিয়ে আল্লাহ মানুষ কে বিভিন্ন অন্যায় কাজ থেকে বিরত রাখে ও এ মাসে ফজিতের মাসের সবটুকু সওয়াব পাওয়ার জন্য মুসলিম জাতিকে সুযোগ করে দিয়েছে।

একটু ধৈর্য্য ধারন করার পর মুসলিম জাতির জন্য অপেক্ষ কারছে বিশাল আনন্দের দিন, সে দিনকে ঘিরে সকল মুসলিম নিজ নিজ সকল হিংসা বিদ্ধেষ ভূলে গিয়ে সবাই এক হয়ে আনন্দে মেতে উঠবে এটাই প্রত্যাশা সবার।

সব শেষে পবিত্র রমজানকে ঘিরে দেশ বিদেশেন সকল মুসলিম জাতিকে আগত ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছাও ঈদ মোবারক জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225