স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলী ছোট ভাইজোড়ায় অল্পদিনের মধ্যে কোটি টাকার মালিক হন ভিখারি দেনছের আলীর ছেলে মজিবুর রহমান ওরফে (ভুয়া প্রফেসর)।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার ছোট ভাইজোড়া গ্রামে দেনছের আলী পারিবারিক অভাবে দিনের পর দিন ভিক্ষা করেন, সে তিন ছেলে রেখে মারা যান, এদের মধ্যে বড় ছেলে হলো খলিল দিনমজুর , মেজো ছেলে জলিল ভ্যান চালক, ছোট ছেলে মজিবুর রহমান কি ব্যবসা করেন তা কারো জানা নেই।
তিন ভাইয়ের মধ্যে অল্প সময়ে কোটি টাকার মালিক হলেন মজিবুর রহমান, তিনি তালতলী থানার দক্ষিণ পাশে ২৫লক্ষ টাকার বাসাবাড়ি, উপজেলার পশ্চিম পাশে ৩০লক্ষ টাকার জমি ক্রায় করেন, বরিশালে একটি ক্লিনিকের শেয়ার আরো বিভিন্ন জায়গায় জমি ও ব্যাংক একাউন্টে অগুনিত টাকা রাখা আছে।
কথাগুলো মানুষের মধ্যে জানাজানি হলে তাকে জিজ্ঞাসা করেন অনেকেই, সে বলেন আমি একটি কলেজে প্রফেসার, এই কথা বলার পরে মানুষ খোঁজাখুঁজির পরে কোথাও পাওয়া যায়নি সত্যতা, তখন থেকে তিনি ভুয়া প্রফেসর নামে পরিচিত হন, অন্যদিকে টাকা হওয়ার কারণে মানুষের সাথে দুর্ব্যবহার, মারধর ও ক্ষমতার প্রয়োগ করে আসছেন।
ছোট ভাইজোড়ার জামাল আকন জানান, মজিবর যখন গরিবছিল তখন ভালো ছিল অল্প কিছুদিন ধরে টাকা পয়সার মালিক হওয়ার কারণে তার ব্যবহারে গ্রামের মানুষ অসন্তুষ্ট।
বড়বগী ইউপি’র প্যানেল চেয়ারম্যান খালিদ মাসুদ জানান, মুজিবুর রহমান একজন শিক্ষিত মানুষ তবে তার আচরণে মানুষ অসন্তুষ্ট, একজন শিক্ষিত মানুষের কাছে এরকম আশা করা যায় না তবে সে এতোগুলো টাকা পয়সা কোথায় পেয়েছে সেটি তার ব্যক্তিগত ব্যাপার, আমার এই বিষয়ে জানা নেই।