মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ
১০ মে, ২০২১ সোমবার দুপুরে দিনাজপুর শহরের পশ্চিম চাউলিয়াপট্টি (সাধুরঘাট), মাতাসাগর (লালুপাড়া) ও সুইহারী এলাকার ৩জন শারীরিক প্রতিবন্ধীকে নিজ উদ্যোগে ও অর্থায়নে ৩টি নতুন হুইল চেয়ার উপহার হিসেবে হস্তান্তর করেন দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি মানবতার ফেরীওয়ালা যুবনেতা আলহাজ্ব রাশেদ পারভেজ।
দিনাজপুর শহরের পশ্চিম চাউলিয়াপট্টি (সাধুরঘাট) নিবাসী মৃত মিয়ার আলীর পুত্র মোঃ শাহাবুদ্দিন প্রায় সাত-আট মাস ধরে প্যারালাইসিস এ ভুগছেন এবং তিনি চলাফেরা করতে পারেন না।
শহরের মাতাসাগর (লালুপাড়া) নিবাসী আব্দুল গফফার এর পুত্র সোহেল রানা (১৭) জন্ম থেকে শারিরীক প্রতিবন্ধী। সে চলাফেরা, কানে শোনা ও কথা বলতে পারে না। সে হাত দিয়ে সুন্দর ছবি আঁকতে পারে।
শহরের সুইহারী নিবাসী মৃত আব্দুল বারেক এর পুত্র কবিরুল ইসলাম অসুস্থতার কারণে প্রায় ৭/৮ বছর ধরে বিছানায়। তিনি দুইবার স্ট্রোক করে ছিলেন। তিনিও চলাফেরা করতে পারেন না।
হুইল চেয়ার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন শেখ আলাউদ্দিন রাজা, মামুন, মাসুদ ইসলাম রাজা সহ পরিবারের লোকজন।
হুইল চেয়ার হস্তান্তর শেষে দিনাজপুর শহরের রাজবাটী গুঞ্জাবাড়িতে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মানবতার ফেরিওয়ালা যুবনেতা আলহাজ্ব রাশেদ পারভেজ।