স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলী বাজার কাঠ ব্যবসায়ী ইসমাইল মৃধা (৫০) মজিবর (৪০) এর কাছে কাঠ বিক্রি করার টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনসহদর মিলে নিজ বাড়িতে ডেকে ঘরে আটকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছোটভাইজোড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছোটভাইজোড়া এলাকার বাসিন্দা মজিবর বরিশালে একটি কোচিং সেন্টার চালান। ছোটভাইজোড়া এলাকায় একটি বাসা বাড়ি করার জন্য গত বছরের সেপ্টেম্বর মাসে ইসমাইল মৃধার কাছ থেকে ৯৫ হাজার টাকার কাঠ ক্রয় করে ৫৭ হাজার টাকা বাকী রাখেন। ইসমাইল মৃধা টাকা চাইলে আজকাল দিবে বলে ঘুরাতে থাকেন।
কাঠ ক্রেতা মজিবর বৃহস্পতিবার ঈদে বাড়িতে আসলে কাঠ ব্যবসায়ী ইসমাইল তার পাওনা টাকা চাইলে সন্ধ্যার পরে বাড়ীতে আসতে বলেন। মজিবরের কথামতে কাঠ ব্যবসায়ী ইসমাইল তার বাড়িতে গেলে ঘরের দরজা আটকে মজিবর ও তার দুইসহদর খলিল ও জলিল রড দিয়ে তাকে মারধর করেন। মারধরে ইসমাইলের ডাকচিৎকার শুনে পাশের বাসার জামাল আকন ও মজিবারের দোস্ত খোকন দরজা ভেঙ্গে ইসমাইলকে উদ্ধার করেন। এ ব্যাপারে ইসমাইল সাধারণ ডাইরী করার জন্য থানায় ডিউটি অফিসার শাহাব উদ্দিনের কাছে আসলে সেই মুহুর্তেই মজিবর ডিউটি অফিসারের কাছে ফোন দিয়ে জানান, ইসমাইলসহ তার সন্ত্রাসী বাহিনী তাকে আটকে রাখছে বলে মিথ্যা তথ্য জানান।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান জানান, উভয় পক্ষেরই পৃথক পৃথক ভাবে অভিযোগ পাওয়া গেছে, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।