, , , ,

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত আরও এক ব্যক্তির মৃত্যু

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত আরও এক ব্যক্তির মৃত্যু

গতকাল রোববার (১৬ মে) যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা বিমলচন্দ্র দে (৬০) নামে ভারত ফেরত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যশোর উপশহরস্থ বলাকা হোটেলে বিকেল সোয়া ৬টার দিকে তিনি মারা যান।

মৃত বিমল চন্দ্র শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকার গৌরাঙ্গচন্দ্র দে এর ছেলে। কোয়ারেন্টিনে তার সাথে তার স্ত্রী ও ছেলে ছিলেন। এর আগে গত ১৩ মে যশোর হাসান হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা আম্বিয়া খাতুন (৩৩) নামে এক নারী মারা যান।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিমল চন্দ্র ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যান। এবং গত ৮ মে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরেন। ওই দিনই তাদের যশোর উপশহর বলাকা হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, বিমল চন্দ্র ফুসফুস ক্যান্সারের লাস্ট স্টেজে ছিলেন। ওই দিন অসুস্থ হয়ে পড়লে বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর বিকাল ৬টা ১৫ মিনিটে তিনি মারা যান।

তিনি আরও বলেন, বিমল, তার স্ত্রী ও ছেলের অ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ এসেছে। মরদেহ স্ত্রী, ছেলে ও পুলিশের সহায়তায় শরিয়তপুরে নিয়ে গেছেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225