মোঃ মিজানুর রহমান (ডোফুরা) : দিনাজপুরঃ
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক বঙ্গবন্ধু ছাত্র পরিষদ-দিনাজপুর জেলা কমিটি অনুমোদন পাওয়ায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা কমিটির নেতৃবৃন্দ।
৩০ জুন, ২০২১ বুধবার দুপুর ১ টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় কক্ষে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ-দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. সাকিব হোসেন মিম ও সাধারণ সম্পাদক মো. সোলায়মান হোসেন এর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাইহান রাশিদ, সহ-সভাপতি তানভীরুল ইসলাম মিম, দপ্তর সম্পাদক সামাউন তুকী ও প্রচার সম্পাদক ইশতিয়াক আহমেদ।
এর আগে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সামনে এগিয়ে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ-দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।