, , , ,

আমতলীতে হিরোইনসহ কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়কসহ দুইজন গ্রেফতার

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
পৃথক পৃথক অভিযান চালিয়ে কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাদক সম্রাট মোঃ জাকির হোসেন বাদল মৃধা ও তারিকাটা গ্রামের মেহেদী হাসান আশিককে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


জানাগেছে, কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবকদল আহবায়ক মোঃ জাকির হোসেন বাদল মৃধা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। রবিবার রাতে বাদল আমতলী উপজেলার ডাক্তারবাড়ী স্ট্যান্ডে হিরোইন বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই শুভ বাড়ৈই অভিযান চালিয়ে আমতলী-পটুয়াখালী সড়কের ওই স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে .২৫ গ্রাম হিরোইন জব্দ করা হয়। তিনি বিএনপি’র কেন্দ্রিয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের ঘনিষ্ঠ সহচর। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডসহ একাধিক অভিযোগ রয়েছে। সেনা সমর্থিক সরকারের আমলে তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানান স্থানীয়রা। অপর দিকে থানার এসআই মোঃ শহীদুল আলম তারিকাটা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা বিক্রিরত অবস্থায় মেহেদী হাসান আশিককে গ্রেফতার করেছে। তার শরীর তল্লাশী করে ১১ গ্রাম গাজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। পুলিশ সোমবার দু’জনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225