মোঘল সুমন শাফকাত, বানারীপাড়াঃ
বানারীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের পশ্চিম নরোত্তমপুর গ্রামের ৬ নং ওয়ার্ডের লিটন হাওলাদারের শিশু পুত্র মো. বেলাল (৪) পানিতে ডুবে মারা যায়। ওই শিশুর স্বজনরা জানায় ১৭ আগষ্ট দুপুরে শিশু মো. বেলাল তাদের বসত ঘর সংলগ্ন উঠনে খেলছিলো কিছুক্ষন পরে তাকে আর খুঁেজ পাওয়া যাচ্ছিলনা এ অবস্থায় বাড়ির অন্য সদস্যরা তাকে খুজতে শুরু করে। পরে ঘরের পাশে পুকুরে বেলালের মাথা ভেষে রয়েছে দেখতে পায় বাড়ির লোকজন। এরপর পুকুর থেকে বেলালের নিথর দেহ বাড়ির আঙিনায় রাখা হলে শোকে কান্নায় আপ্লুত হয় আশপাশের পরিবেশ। আজ মঙ্গলবার আসর নামাজ শেষে নিহত শিশু বেলালের জানাজার নামাজ ও দাফন কার্য সম্পন্ন করা হবে বলে স্বজনরা জানিয়েছে।