বিশেষ প্রতিবেদক, বরগুনা:
বরগুনার পাথরঘাটায় একটি বিস্কুটের কার্টন থেকে সদ্যজাত ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানিয়েছেন, বুধবার রাত সাড়ে বারোটার দিকে পাথরঘাটা বিএফডিসি সংলগ্ন রাস্তার পাশের একটি দেয়ালের উপর থেকে বিস্কুটের কার্টনে রাখা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, শিশুটির মুখে কসটেপ লাগানো অবস্থায় পাওয়া গেছে। মুখের কসটেপ খোলার পরেই শিশুটি কান্না করছিলো।
পাথরঘাটা থানার এসআই আবদুল হালিম জানিয়েছেন, রাতেই শিশুটিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, শিশুটিকে মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য বিএফডিসি এলাকার মারুফকে দায়িত্ব দেয়া হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ আছে।
Facebook Comments Box