স্টাফ রিপোর্টার:
বরগুনার তালতলীতে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মায়ের সাথে অভিমান করে বিষপানে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। সে উপজেলার পঁচাকোড়ালিয়া বাবুআলী দাখিল মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের হাড়িপাড়া গ্রামের মোঃ আবদুল হামেদের কন্যা মাহফুজা আকতার (১৩) পার্শ্ববর্তী পঁচাকোড়ালিয়া বাবুআলী দাখিল মাদরাসার সপ্তম শ্রেণীতে পড়ে। ওই ছাত্রী মাতা রাহিমা বেগম বুধবার তাকে মাদরাসায় যেতে নিষেধ করে মাহফুজার হাত থেকে বই খাতা রেখে দেন। সে মাদরাসায় যেতে না পেরে বাড়ীতে আম গাছে দেয়ার জন্য এনে রাখা বিষপান করে। এতে সে খুবই অসুস্থ হয়ে পরে। তাৎক্ষনিক তাকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা দেয়ার আগেই মাহফুজা মারা যান।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, তালতলীর হাড়িপাড়া এলাকার এক মাদরাসা ছাত্রী বিষপান করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে মারা যাওয়ার খবর পেয়েছি। লাশের ময়না তদন্ত ও ইউডি মামলা পটুয়াখালীতেই হবে।