, , , ,

বানারীপাড়ায় রাস্তা আটকে বেড়া দিয়ে কলাগাছ রোপন করায় ঘরবন্দি বেশ কয়েকটি পরিবার

বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় জনসাধারণের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে কলাগাছ রোপন
করে দখল নেয়ায় প্রায় সপ্তাহ খানেক বেশ কয়েকটি অসহায় পরিবার ঘরবন্দি হওয়ার
অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের সলিয়াবাকপুর
গ্রামের রাজিব দাস, সংঙ্কর দাস, বঙ্কিম দাস, সঞ্জিব দাস, সমীর দাস সহ আরও
কয়েটি পরিবার স্থানীয় মো. নূর হোসেন তালুকদারের সম্পত্তির ওপর রাস্তা
তৈরি করে চলাচল করে আসছে বহু বছর পর্যন্ত। সম্প্রতি রাস্তার ওই জায়গাসহ
পার্শ্ববর্তী জায়গার মালিকানা দাবী করছে একই এলাকার মৃত আঃ সোবাহানের
ছেলে আনিসুর রহমান ও ইয়ার হোসেন। ঘটনার দিন ৩০ এপ্রিল বেলা প্রায় ১১ টার
সময় আনিসুর রহমান স্থানীয় সংখ্যালঘু পরিবারের জন্য চলাচলের রাস্তায় জোর
পূর্বক কলাগাছ রোপন করে রাস্তার মধ্যে আড়াআড়িভাবে বেড়া দিয়ে প্রায় ১৫/২০
টি পরিবারের চলাচলের রাস্তা আনিসুর রহমান ও তার ভাই ইয়ার হোসেন বাঁশ ও
খুটি দিয়ে আটকিয়ে দেয়। ফলে অসহায় হয়ে পড়ে সংখ্যালঘু পরিবারগুলো। বর্তমানে
অসহায় পরিবারগুলো বাড়ি থেকে বেড় হওয়ার জন্য রাস্তার ওপরে দেয়া বেড়া
সরানোর জন্য বিভিন্ন মহলের কাছে ছুটে বেড়াচ্ছেন। এবিষয়ে ইয়ার হোসেনরা
বানারীপাড়া থানায় নূর হোসেনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ করেছেন। এতে
ওই সংখ্যালঘু পরিবার গুলো আরও ভীত হয়ে পড়েছে। ইয়ার হোসেনদের দাবী ওই
সম্পত্তি তাদের নিজেদের। ওখানে হাটাচলার কোন রাস্তা নেই। তবে শুকনো
মৌসূমে কয়েকটি পরিবার সটকাট আসা যাওয়ার জন্য তাদের জমির মধ্যে থেকে চলাচল
করেণ। বর্তমানে তারা জমিতে ফলদ গাছ রোপন করতে গেলে নূর হোসেন বাধা দেয়
এবং তার ভাই আনিসুর রহমানকে মারধর করে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225