যমুনা নদীতে পানি বৃদ্ধি , দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পানি ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে ৬ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

রোববার (২৮ জুন) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

অপরদিকে কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২১ মিটার। যা বিপৎসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুএকদিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এদিকে যমুনা নদী অধ্যুষিত জেলার কাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার প্রায় ৩০ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

 

এসব এলাকার প্রায় ২৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। পানি বাড়ার সাথে সাথে এসব উপজেলার চরাঞ্চলের নিচু জমিগুলো তলিয়ে যাচ্ছে।

 

নষ্ট হয়ে গেছে সবজিসহ বিভিন্ন ফসল। জেলার ৫টি উপজেলার প্রায় ২ হাজার হেক্টর জমির আখ, পাট, তিল, বাদাম, সবজি ক্ষেত তলিয়ে গেছে। এছাড়া চরাঞ্চল সহ নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন।

 

রোববার সরেজমিনে গেলে দেখা যায়, বানভাসি মানুষেরা পরিবার পরিজন, গৃহস্থালি জিনিষপত্র ও গবাদি পশু নিয়ে সরকারী স্কুলে আশ্রয় নিচ্ছে, অনেকেই অন্যত্র নিরাপদ স্হানে চলে যাচ্ছে।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225