যশোর শহরের পালবাড়ির মোড়স্থ পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বাড়িতে চুরি হয়েছে। এ ঘটনার দুই সপ্তাহ পর গত শুক্রবার কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
ওই উপ-পরিদর্শকের নাম আনিসুজ্জামান আনিস। তিনি ঝিনাইদহ সদর থানার একটি ক্যাম্পের দায়িত্বে আছেন।
এসআই আনিসুজ্জামানের স্ত্রী শামীমা নাসরিন জানিয়েছেন, পালবাড়ি ভাস্কর্যের মোড়ে সিঙ্গার শো-রুমের পেছনে একটি চারতলা বাড়ি আছে তাদের। ওই বাড়ির দ্বিতীয় তলায় দুই শিশু সন্তান নিয়ে বসবাস করেন তিনি। তৃতীয় তলায় সেনাবাহিনীর এক সদস্য ভাড়া থাকেন।
তিনি জানান, গত ২৮ জানুয়ারি বাড়ির দরজায় তালা মেরে মামাতো বোনের পুরাতন কসবার বাড়িতে যান নাসরিন। ২৯ জানুয়ারি সকালে তৃতীয় তলার ভাড়াটিয়া মোবাইলে কল করে জানায় বাড়ির দরজা খোলা। তিনি সংবাদ পেয়ে বাড়িতে গিয়ে দেখেন ঘরের মধ্যে জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে।
পরে তিনি লক্ষ্য করেন যে, বাড়ির পেছনের অংশের অ্যাডজাস্টার ফ্যান খোলা। ঘরের মধ্যে আলমারির তালা ভাঙা। সেখানে রাখা ১০ ভরি সোনা ও ৫ ভরি রূপার অলঙ্কার, বিভিন্ন কোম্পানির ৩০ হাজার টাকা মূল্যের ক্যাবল (তার), একটি বাইসাইকেল এবং দলিলপত্র নেই। সব মিলিয়ে ৮ লাখ ৪৭ হাজার ৬৪৬ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান আনিসুজ্জামানের স্ত্রী শামীমা নাসরিন।