শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন

তালতলীতে ২০ লাখ বাগদা-রেনু পোনা জব্দ

অনলাইন ডেস্ক / ২৪১ শেয়ার
প্রকাশিত : বুধবার, ৯ জুন, ২০২১

স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলীতে ২০ লাখ বাগদা-রেনু চিংড়ি পোনা জব্দ করেছে কোস্ট গার্ড ও মৎস্যবিভাগ। জব্দকৃত বাগদা-রেনু চিংড়ি পোনা পায়রা নদীতে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (০৮জুন) রাত ৮টার দিকে উপজেলার ফকিরহাট বাজারের রিপন ফকিরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এ রেনু পোনা জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম জানান, জব্দকৃত বাগদা-রেনুর মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফকিরহাট এলাকা থেকে রাতে ৮০টি মাটির পাতিল ও ১০টি ব্যারেলে বাগদা-রেনু পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের একটি দল অভিযান চালায়। এ সময় ফকিরহাট বাজারের রিপন ফকিরের মৎস্য আড়ৎ থেকে ২০ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেনের নির্দেশে চিংড়ির পোনাগুলো পায়রা নদীতে অবমুক্ত করা হয়। পাশাপাশি মাটির পাতিল ভেঙ্গে ফেলা হয় ও ব্যারেল ১০টি নিলামের জন্য কোস্ট গার্ডের দায়িত্বে দেওয়া হয়।

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com