আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্ন অষ্টেলিয়ার উদ্যোগে বরগুনার আমতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস পালন ও মানিক খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। মমতাজ হাকিম ফাউন্ডেশনের সহযোগীতায় রবিবার বিকেলে আড়পাঙ্গাশিয়া বাজারে শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে ৪’শ ৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়।
অষ্টোলিয়া বঙ্গবন্ধু পরিষদ মেলবোর্ন সভাপতি মোঃ গোলাম সরোয়ার পান্নুর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্নাঢ্য জীবনের উপর আলোচনা করেন আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ হুমায়ূন কবির, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, ছাত্রলীগ নেতা অমিত রসুল অপি, মুবদি সরোয়ার সাওম, মতিয়ার রহমান, নাসির উদ্দিন তালুকদার প্রমুখ। শোক সভায় দোয়া মোনাজাত শেষে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪’শ ৫০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলার রাখাল রাজা। সাধারণ মানুষের মনের কষ্ট ও দুঃখ লাঘবে বঙ্গবন্ধু ছিলেন অতন্ত্র প্রহরী। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু না হলে এ দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।