আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস রবিবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কোরান খতম, দোয়া মোনাজাত, এতিম খানা ও হাসপাতালে বিশেষ খাবার বিতরন।
সকাল ৯ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসুচী পালন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ , ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্মসুচীতে অংশগ্রহন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম,ওসি মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার, যুব উন্নয়ন অফিসার সৈয়দ ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়া উদ্দিন মিলন, কৃষি রেডিও ষ্টেশন ম্যানেজার কৃষিবিদ ইশা ইকবাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আল আমিন, সিপিপি সহকারী পরিচালক কেএম মাহতাবুল বারী, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন, অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি ও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল ও সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রমুখ।