, , , ,

আমতলীতে দেশীয় প্রজাতির মাছ ও শামুন সংরক্ষণ প্রকল্পের অবহিতকরন কর্মশালা

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সিনিয়ন উপজেলা মৎস্য দপ্তরের অয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা হয়।
জানাগেছে, ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প হাতে নেয়। মৎস্য অধিদপ্তর এ প্রকল্পের বাস্তবায়ন করেন। ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. এমএ কাদের মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, প্রকল্প পরিচালক এসএম আশিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ^জিৎ কুমার দেব , ওসি একেএম মিজানুর রহমান। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদারের স ালনায় কর্মশালায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড. একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মঞ্জরুল হক কাওসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন মিলন,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, উপাধাক্ষ মাওলানা মোঃ ইউসুফ আলী, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড.এইচএম মনিরুল ইসলাম মনি, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবীন, সাংবাদিক আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, মোঃ হোসাইন আলী কাজী, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী জগদীস চন্দ্র বসু ও ইসরাত হোসেন হিমেল প্রমুখ।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225